ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুর-৩ আসনে বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
লক্ষ্মীপুর-৩ আসনে বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল জয়ী একেএম শাহজাহান কামাল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ২লাখ ৩৩হাজার ৭২৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (ধানের শীষ) পেয়েছেন ১৪হাজার ৪৯২ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৬১৩। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন। এখানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে  ১১৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৮

এসআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।