রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রেরিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ফেনী-১ আসনে মহাজোট মনোনীত জাসদের নৌকা প্রতীকের প্রার্থী- শিরিন আখতার পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু পেয়েছেন ২৫ হাজার ৬১৬ ভোট।
ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী পেয়েছেন- দুই লাখ ৯০ হাজার ৬৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জয়নাল আবদীন ৫ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।
ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী পেয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোহাম্মদ আকবর হোসেন পেয়েছেন ১৪ হাজার ৬৭৪ ভোট।
সোমবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএইচডি/এমজেএফ