ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুর-২ আসনে আ’লীগের শাজাহান খান জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মাদারীপুর-২ আসনে আ’লীগের শাজাহান খান জয়ী আওয়ামী লীগের প্রার্থী ও নৌ-মন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর: মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও নৌ-মন্ত্রী শাজাহান খান।

রোববার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাজাহান খান মোট ৩ লাখ ১১ হাজার ৭৪০ ভোট পেয়ে জয় লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী মিল্টন বৈদ্য ধানের শীষ প্রতীকে ২ হাজার ৫৯০, আল আমিন মোল্যা (সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী) ২ হাজার ৪২, মো. লোকমান হোসেন (হাতপাখা) ১ হাজার ৭৩২ ও আসাদুজ্জামান আকন (গোলাপ ফুল) ২৩৬ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।