ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১ আসনে সালমান এফ রহমান জয়ী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ঢাকা-১ আসনে সালমান এফ রহমান জয়ী

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ হাসিনার উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি ৩ লাখ ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম মোটরগাড়ি প্রতীক নিয়ে ৩৭ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন।

দোহার-নবাবগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার আফরোজা আক্তার রিবা ও তোফাজ্জল হোসেন বাংলানিউজকে ফলাফল নিশ্চিত করেন।

এদিকে রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট কারচুপি, তার এজেন্টদের বের করে দেয়াসহ নানা অভিযোগ করে সালমা ইসলাম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।  

বিশিষ্ট শিল্পপতি নুরইসলাম বাবুলের সহধর্মিনী  অ্যাডভোকেট সালমা ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।