ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরা-২: বিপুল ভোটে জয়ী বীরেন শিকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মাগুরা-২: বিপুল ভোটে জয়ী বীরেন শিকদার

মাগুরা: মাগুরা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শ্রী বীরেন শিকদার। 

নৌকা প্রতীকে বীরেন শিকদার ২ লাখ ৩০ হাজার ১১২ ভোট পান। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী মিতা রায় চৌধুরী পেয়েছেন ৬৫ হাজার ৮২০ ভোট।


 
এ আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ৯০৩ জন।  

মাগুরা জেলার দুই আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ডিসি আলী আকবর জানান, এই আসনের ১৩৮টি কেন্দ্রে ভোট কাস্ট হয় দুই লাখ ৯৫ হাজার ৯৩৭টি। বাতিল হয় দুই হাজার ৮১২ ভোট।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।