রোববার (৩১ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আহামেদ কবির এসব ফলাফল ঘোষণা করেন।
জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ৭৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
জামালপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল হক খান দুলাল ১ লাখ ৮০ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ১৬ হাজার ৭২১ ভোট। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি।
জামালপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম ৩ লাখ ৮৬ হাজার ৮২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৬ ভোট। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯টি।
জামালপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মুরাদ হাসান নৌকা প্রতীকে ২ লাখ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মোখলেছুর রহমান বস্তু লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৯৩ ভোট।
জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮৭ ভোট।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসম্বের ৩১, ২০১৮
এনটি