ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আব্দুল হাই ২ লাখ ২২ হাজার ৩৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৬৮ ভোট।
ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে তাহজীব আলম সিদ্দিকী সমি ৩ লাখ ২৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে ফকরুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৯৩ ভোট।
ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিক শফিকুল আজম খান চঞ্চল ২ লাখ ৪২ হাজার ৫৩২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে জামায়াত নেতা মতিয়ার রহমান পেয়েছেন ৩২ হাজার ২৪৯ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আনোয়ারুল আজিম আনার ২ লাখ ২৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯ হাজার ৫০৬ ভোট।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা রির্টানিং কর্মকর্তা সরোজ কুমার নাথ বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনটি