ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব‌রিশা‌লে ৪টি‌তে নৌকা, ২টিতে লাঙল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ব‌রিশা‌লে ৪টি‌তে নৌকা, ২টিতে লাঙল জয়ী

ব‌রিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব‌রিশাল জেলার ৬টি আস‌নের ম‌ধ্যে নৌকা প্রতীকে ৪  ও লাঙল প্রতীকের ২ জন বিজয়ী হয়েছেন।

ঘো‌ষিত ফলাফল অনুযায়ী, ব‌রিশাল-১ (গৌরনদী-আ‌গৈলঝাড়া) আসনে নৌকা প্রতী‌কের প্রার্থী বঙ্গবন্ধুর ভা‌গ্নে ও জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে হাসানাত পেয়েছেন ২ লাখ ৫ হাজার ২০৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জ‌হির উ‌দ্দিন স্বপন পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট। এ আসনে ১১৫ কে‌ন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৩৪। এ আস‌নে মোট ভোট প‌ড়ে‌ছে ২ লাখ ১১ হাজার ৫০৭ টি, যার ম‌ধ্যে বা‌তিল হ‌য়ে‌ছে ২ হাজার ৮২২ ভোট।

বরিশাল-২ (বানারীপারড়া-উ‌জিরপুর) আসনে নৌকা প্রতী‌কের প্রার্থী মো. শা‌হে আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে শা‌হে আলম পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে সরদার সরফু‌দ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ১১ হাজার ১৩৭ ভোট। এ আসনে ১৩৬ কে‌ন্দ্রে মোট ভোটার ৩ লাখ ২ হাজার ৬৪৪। এ আস‌নে মোট ভোট প‌রে‌ছে ২ লাখ ৩৭ হাজার ৪৯১ টি, যারম‌ধ্যে বা‌তিল হ‌য়ে‌ছে ১ হাজার ৩৪১ ভোট।

ব‌রিশাল-৩ (বাবুগঞ্জ - মুলাদী ) আসনে লাঙল প্রতী‌কের প্রার্থী গোলাম কি‌বরিয়া টিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে লাঙল প্রতীকে গোলাম কি‌বরিয়া টিপু পেয়েছেন ৫৪ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জয়নুল আ‌বেদীন পেয়েছেন ৪৭হাজার ২৮৭ ভোট। এ আসনে ১২৩ কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ২৪। এ আস‌নে মোট ভোট প‌ড়েছে ১ লাখ ৫০ হাজার ৭৯০টি, যারম‌ধ্যে বা‌তিল হ‌য়ে‌ছে ৩ হাজার ২১৯ ভোট।

ব‌রিশাল-৪ (হিজলা - মে‌হে‌ন্দিগঞ্জ) আসনে নৌকা প্রতী‌কের প্রার্থী পংকজ নাথ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে নৌকা পংকজ নাথ পেয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জে এম নুরুর রহমান পেয়েছেন ৯ হাজার ২৮২ ভোট। এ আসনে ১৪৮ কে‌ন্দ্রে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৫৭৩।  এ আস‌নে মোট ভোট প‌রে‌ছে ২ লাখ ৬৪ হাজার ৩৯ টি, যারম‌ধ্যে বা‌তিল হ‌য়ে‌ছে ২ হাজার ৩০৪ ভোট।

বরিশাল-৫ (সদর) আসনে নৌকা প্রতী‌কের প্রার্থী ক‌র্নেল (অব.) জা‌হিদ ফারুক শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে জা‌হিদ ফারুক পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ম‌জিবর রহমান সরওয়ার পেয়েছেন ৩১ হাজার ৩৬২ ভোট। এ  আসনে ১৭৪ কে‌ন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৫২৩। এ আস‌নে মোট ভোট প‌রে‌ছে ২ লাখ ৭৮ হাজার ৩২৩ টি, যারম‌ধ্যে বা‌তিল হ‌য়ে‌ছে ২ হাজার ৮৯৭ ভোট।

ব‌রিশাল-৬ (বা‌কেরগঞ্জ) আসনে লাঙল প্রতী‌কের প্রার্থী নাস‌রিন জাহান রতনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে লাঙল প্রতীকে রতনা পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ‌মো. নূরুল ইসলাম (আল আ‌মিন) পে‌য়ে‌ছেন পেয়েছেন ১৪ হাজার ৮৪০ ভোট। এ আসনে ১২৪ কে‌ন্দ্রে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৪০। মোট ভোট প‌ড়ে‌ছে ১ লাখ ৯৩ হাজার ৩৩৮ টি, যারম‌ধ্যে বা‌তিল হ‌য়ে‌ছে ১ হাজার ৫১৪ ভোট।

ব‌রিশালের জেলা প্রশাসক ও জেলার রিটা‌র্নিং কর্মকর্তা এস এম অ‌জিয়র রহমান ও  এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা‌দেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ডি‌সেম্বর ৩১, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ