রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও নেছরাবাদ) আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম নৌকা প্রতীকে ৩ লাখ ৩৭ হাজার ৫৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
পিরোজপুর-২ (ইন্দুরকানি, ভান্ডারিয়া ও কাউখালী) আসনে মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু বাইসাইকেল প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান ইরান পেয়েছেন ৬ হাজার ৩৮৪ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৫৩৫ জন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী লাঙল প্রতীক নিয়ে ডা. রুস্তম আলী ফরাজী ১ লাখ ৩৫ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৭ হাজার ৬৯৮ ভোট। এ আসনে মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৮৬২ জন।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসআরএস