ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পিরোজপুরে তিনটি আসনেই জয়ী মহাজোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
পিরোজপুরে তিনটি আসনেই জয়ী মহাজোট বিজয়ী প্রার্থীরা

পিরোজপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনেই মহাজোট প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসন ও রিটা‌র্নিং কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃ‌তি সম্মেলন কক্ষে বেসরকা‌রিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

‌পিরোজপুর-১ (সদর, না‌জিরপুর ও নেছরাবাদ) আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ‌নৌকা প্রতীকে ৩ লাখ ৩৭ হাজার ৫৯৪ ভোট পেয়ে‌ বেসরকা‌রিভাবে বিজয়ী হয়েছেন।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯ হাজার ২৭১ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১০৬ জন।  

‌পিরোজপুর-২ (ইন্দুরকা‌নি, ভান্ডা‌রিয়া ও কাউখালী) আসনে মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু বাই‌সা‌ইকেল প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকা‌রিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মোস্তা‌ফিজুর রহমান ইরান পেয়েছেন ৬ হাজার ৩৮৪ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৫৩৫ জন।  

‌পিরোজপুর-৩ (মঠবা‌ড়িয়া) আসনে মহাজোট প্রার্থী লাঙল প্রতী‌ক নিয়ে ডা. রুস্তম আলী ফরাজী ১ লাখ ৩৫ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকা‌রি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৭ হাজার ৬৯৮ ভোট। এ আসনে মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৮৬২ জন।  

বাংলা‌দেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।