ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার তাজউদ্দিন আহমেদ তাজু

ঢাকা: গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পর বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, সুনির্দিষ্ট কারণে তাহউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতাসহ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।