ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফুরফুরা দরবার শরীফে গিয়ে দোয়া চাইলেন আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
ফুরফুরা দরবার শরীফে গিয়ে দোয়া চাইলেন আতিক

ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালাম মার্কাজে ইশাআতে ইসলাম, ফুরফুরা দরবার শরীফে বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এরপর তিনি সেখানে জুম্মা'র নামাজ আদায় করেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি সেখানে যান এবং উপস্থিত সবার কাছে দোয়া চান।

এ সময় তিনি বলেন, আমারও একটি কওমি মাদ্রাসায় রয়েছে।

এ পর্যন্ত ২৭৫ জন কোরআনে হাফেজ হয়ে সেখান থেকে বেরিয়েছে। সামনের মাসে আরো ৩০ জন্য বের হবে।

আতিকুল ইসলাম বলেন, আমার বাবা-মা'র অনেক শখ ছিল আমাকে মাদ্রাসায় পড়াবেন। কিন্তু আমি মাদ্রাসায় পড়তে পারিনি। তবে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে একটি মাদ্রাসায় করতে পেরেছি। আমার অনেক ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন কোরআনে হাফেজ হয়। আমি তাদের সামনে বসে যখন কোরআন তেলোয়াত শুনি তখন নিজেকে খুবই ধন্য মনে করি।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আরও বলেন, সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে, আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন। এজন্য আপনাদের সবার দোয়া প্রয়োজন। যাতে নির্বাচিত হয়ে উত্তর সিটির বাসিন্দাদের আরও ভালো সেবা দিতে পারি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।