ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকাকে জেতাতে মৎস্যজীবী লীগকে কাজ করার আহ্বান তাপসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
নৌকাকে জেতাতে মৎস্যজীবী লীগকে কাজ করার আহ্বান তাপসের

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সায়ীদুর রহমান।

পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদারসহ মহানগরের নেতারা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মতবিনিময় সভায় আগামী ৩০ জানুয়ারি ডিএসসিসি নির্বাচনে দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের সব থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের ভোটারের দ্বারে-দ্বারে পৌঁছে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজের আহ্বান জানান। এসময় তিনি ডিএসসিসি মেয়র হিসেবে বিজয়ী হলে সিটি করপোরেশন প্রতিটি নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।