ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তাপসের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তাপসের

ঢাকা: সম্প্রীতির রাজনীতি সূচনার কথা বলার পরপরই বিএনপির লোকজন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর গণসংযোগে হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তাপস অভিযোগ করে বলেন, আমি শনিবার (১১ জানুয়ারি) আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে বিএনপির হয়ে মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়েছি। সেখানে সবার সঙ্গে দেখা করেছি, ভোট প্রার্থনা করেছি।

আমি বলেছিলাম, এখন থেকে সম্প্রীতির রাজনীতি চলবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সেখান থেকে চলে আসার পরই সন্ধ্যার দিকে তারা অতর্কিতভাবে আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল তাদের ওপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শন্তিনগর কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এই অভিযোগ করেন।

তাপস বলেন, আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আমরা এই রাজনীতির সূচনা করতে চাই। আমরা আশা করবো, সবাই আমার সঙ্গে সেই সূচনায় অংশ নেবেন। আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেবো।

এ সময় তার সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী ছিলেন। তাপস এই দুই প্রার্থীকে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। এরপর তিনি পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল, শাহজাহানপুর, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।