ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩০ জানুয়ারি ঢাকায় সাধারণ ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
৩০ জানুয়ারি ঢাকায় সাধারণ ছুটি

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি) নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়েছে- ঢাকার দুই সিটি নির্বাচন আগামী ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এজন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।