ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সহিংস ঘটনার রিপোর্ট কমিশনে নেই: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
সহিংস ঘটনার রিপোর্ট কমিশনে নেই: ইসি সচিব নির্বাচন ভবন

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন নিয়ে কোনো সহিংস ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনের (ইসি) কাছে নেই। এমন ঘটনা কমিশনের কাছে আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

সোমবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেলে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রোববার (১২ জানুয়ারি) নির্বাচনি প্রচারে সহিংসতার ঘটনা ঘটায় কমিশন উদ্বিগ্ন কি-না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই।

ইসি সচিব বলেন, এটা রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তার প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আপত্তি দিতে পারেন ভুক্তভোগীরা। তখন রিটার্নিং কর্মকর্তার নিজ ক্ষমতাবলে ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে, তা কমিশনে রেফার করলে (রিটার্নিং কর্মকর্তা রেফার করবেন) কমিশন ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য যেসব সংস্থা রয়েছে সরকারের, সবাইকে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে যেন সবাই সমভাবে প্রচার করতে পারে।

উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেছেন, রোববার দুপুরে মিরপুর-১ এলাকার শাহ আলী মাজারের কাছে পুলিশের সামনেই তার প্রচার মিছিলে হামলা চালিয়েছেন ক্ষমতাসীন দলের কর্মীরা। অন্যদিকে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেছেন, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে তার গণসংযোগে হামলা চালিয়েছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়রে পদে ১৩ প্রতিদ্বন্দ্বী রয়েছে। এ নির্বাচনে প্রায় সাড়ে সাতশ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইইউডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।