ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রিটার্নিং অফিসারের কাছে তাবিথ আউয়ালের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
রিটার্নিং অফিসারের কাছে তাবিথ আউয়ালের অভিযোগ তাবিথ আউয়াল

ঢাকা: বিএনপির মেয়র পদ প্রার্থী তাবিথ আউয়ালের মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুইটি অভিযোগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম।

মঙ্গলবার দুপুরে তিনি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। অভিযোগ

তিনি বলেন, বিএনপি প্রার্থী আমাদের কাছে এই পর্যন্ত  চারটি অভিযোগ করেছে।

 গত ৫ জানুয়ারি প্রথম অভিযোগটি করেন। সেই অভিযোগটি আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করি কিন্তু, সেই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। দ্বিতীয়টি রোববার (১২ জানুয়ারি) করেছিলেন। সেটিতে তিনি তার নিরাপত্তা চেয়েছেন। আমরা সেটির বিষয়ে পুলিশ কমিশনারকে জানিয়েছি এবং মঙ্গলবার তিনি আরও দু’টি অভিযোগ করেছেন।

এই অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।