ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে যেতে বিএনপি কর্মীরা সহ‌যো‌গিতা কর‌বে: তা‌বিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ভোটকেন্দ্রে যেতে বিএনপি কর্মীরা সহ‌যো‌গিতা কর‌বে: তা‌বিথ

ঢাকা: আগামী ৩০ জানুয়ারি  ভোটারদের নির্ভ‌য়ে কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দিতে বিএন‌পির নেতাকর্মীরা সহ‌যো‌গিতা কর‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের (ডিএনসিসি) দলটির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

শ‌নিবার (১৮ জানুয়ারি) সোয়া ১০ টায় রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গণসং‌যোগকা‌লে তি‌নি এ কথা বলেন।

তা‌বিথ বলেন, দেশে মানুষের গণতন্ত্র হরণ করা হ‌য়ে‌ছে।

এখন জনগণ ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা ভোটার‌দের সাহস দেবে, ভোট কে‌ন্দ্রে যে‌তে এবং ভোটা‌রেরা যা‌তে সুশঙ্খলভা‌বে কেন্দ্রে গিয়ে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যোগিতা কর‌বে।

‌তি‌নি ব‌লেন, নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রও আমরা দেখ‌তে চাই- শেষ পর্যন্ত নির্বাচন ক‌মিশন কী ক‌রে? 

‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত,’ যোগ করেন তাবিথ।  

এ সময় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন,  নির্বাহী ক‌মি‌টির সদস্য আবুল হো‌সেন, নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, কাউ‌ন্সিলর প্রার্থী হেলাল ক‌বির হেলু, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।