ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা উত্তরে জাপার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ঢাকা উত্তরে জাপার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জাতীয় পার্টির (জাপা) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাপার পক্ষে ডিএনসিসির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে।

যুগ্ম আহ্বায়ক হলেন দলের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। সদস্য সচিব হলেন প্রেসিডিয়াম সদস্য ও জাপার ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী। যুগ্ম সদস্য সচিব হলেন প্রেসিডিয়াম সদস্য ও জাপার ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সেন্টু।

এছাড়া সদস্যরা হলেন- বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, মোস্তাকুর রহমান নাঈম, মাহবুবুর রহমান লিপ্টন, আনিস উর রহমান খোকন, এ এন এম রফিকুল আলম সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, ফখরুল আহসান শাহাজাদা, কাজী আবুল খায়ের, সিরাজ, আব্দুস সাত্তার, হামিদ হাসান, আব্দুল আজিজ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।