ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খসড়া ভোটার তালিকা সংশোধনী বিষয়ে প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
খসড়া ভোটার তালিকা সংশোধনী বিষয়ে প্রশিক্ষণ

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ এর সংশোধনী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে করণীয় সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চতুর্থ তলায় এ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।  

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে সব নির্বাচন কর্মকর্তা, এডিসি সাধারণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ক্যান্টবোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।