ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধানের শীষে ভোট চাইলেন তাবিথের মা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
ধানের শীষে ভোট চাইলেন তাবিথের মা ছেলে তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় মা নাসরিন আউয়াল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন তার মা নাসরিন আউয়াল।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার ৮ নম্বর সেক্টরে তিনি ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। পরে স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় নাসরিন আউয়াল বলেন, ১ ফেব্রুয়ারি পরিবর্তনের দিন। সুবিধাবঞ্চিত নগরবাসীর সামনে ওই দিনটি একটি বড় পরীক্ষা। তারা যদি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে তারাও জিতে যাবেন।

নির্বাচিত হলে আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দিতে তার ছেলে তাবিথ নিরলসভাবে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন।  

এসময় ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতাহের হোসেন রতনসহ স্থানীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।