ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএনসিসির ৮ ভেন্যু থেকে করা হবে নির্বাচনী মালামাল বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ডিএনসিসির ৮ ভেন্যু থেকে করা হবে নির্বাচনী মালামাল বিতরণ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও আনুষঙ্গিক মালামাল রাজধানীর ৮টি ভেন্যু থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিতরণ করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, আগামীকাল ৮টি ভেন্যু থেকে ইভিএম মেশিনসহ নির্বাচনী মালামাল বিতরণ করা হবে।

ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছেন। আগামীকাল দুপুর বারোটা থেকে কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিং চলবে।

যে ৮টি ভেন্যু থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হবে সেগুলো হলো- উত্তরা কমিউনিটি সেন্টার-সেক্টর ৬ উত্তরা, ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর-১৪, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মিরপুর-২, বনানী বিদ্যানিকেতন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।