ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাংলাদেশিদের পর্যবেক্ষক না করতে কূটনৈতিক মিশনকে চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বাংলাদেশিদের পর্যবেক্ষক না করতে কূটনৈতিক মিশনকে চিঠি

ঢাকা: শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভূক্ত না করতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি) রাজধানীর সব দূতাবাস ও হাইকমিশনকে ওই চিঠি পাঠায়।  

চিঠিতে বলা  হয়, সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ সরকার।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে, বিদেশি মিশনগুলো এ ব্যাপারে পর্যবেক্ষক দল গঠন করেছে। ফরেন ইলেকশন অবজার্ভার গাইডলাইন-২০১৮ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিককে এই পর্যবেক্ষক দলে অন্তর্ভূক্ত করার কোনো সুযোগ নেই। ফলে সিটি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কোনো বাংলাদেশি নাগরিককে বিদেশি পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্ত না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও সিটি নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে  আব্দুল মোমেন বিদেশী কূটনীতিকদের  প্রতি কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাও বিদেশি কূটনীতিকদের নির্বাচনে বিধির বাইরে কিছু না করার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
টিআর/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।