ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আলালের গাড়িতে ককটেল হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
আলালের গাড়িতে ককটেল হামলার অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে চারটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ১৬ নং ওয়ার্ডের ইব্রাহিমপুর মণিপুর হাইস্কুল এন্ড কলেজ শাখা-২ কেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়িতে এ ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন ডিএনসিসির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান।

এদিকে মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, তারা ভোটকেন্দ্রের ভেতরে থাকার সময় গাড়ির ওপর ককটেল মারা হয়।

এতে অবশ্য কেউ আহত হননি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।