ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৭ ঘণ্টায় উত্তরে ভোট পড়েছে ২৩ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
৭ ঘণ্টায় উত্তরে ভোট পড়েছে ২৩ শতাংশ

ঢাকা: ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ২৩ শতাংশ ভোট পড়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করার জন্য আইনে বলা আছে। তবে কেন্দ্রের সীমানা ভেতরে ভোটার উপস্থিত থাকায় কোথাও কোথাও ৪টার পরও ভোটগ্রহণ হয়েছে আইন অনুযায়ী।

আবুল কাসেম বলেন, বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৩ শতাংশ ভোট পড়েছে। ৪টা পর্যন্ত আরও কিছুটা বেড়েছে। তবে এখনও গণনা চলছে। শেষ হলে বলা যাবে ভোটের হার কত।

উত্তরে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন অথাৎ তিন পদে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩৩৪ জন।

আরও পড়ুন>>ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।