ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভেতরে ফল ঘোষণা, বাইরে উৎসুক জনতা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ভেতরে ফল ঘোষণা, বাইরে উৎসুক জনতা! শিল্পকলা একাডেমির গেইটে নির্বাচনের ফলাফল ঘোষণা দেখছেন উৎসুক মানুষ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভেতরে চলছে নির্বাচনের ফল ঘোষণা। বাইরে বিশাল প্রজেক্টর মনিটরে ফলাফলের চিত্র দেখতে ভিড় উৎসুক জনতার।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেইটে দেখা যায় এমনই চিত্র।

এর আগে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম থেকে নির্বাচনের ফলাফল সরাসরি ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল বাতেন। বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষেই অডিটোরিয়ামের মঞ্চ থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। শিল্পকলার গেইটে বসানো প্রজেক্টর মনিটরে দেখানো হচ্ছে এ ফলাফল ঘোষণা। তাই দেখতে ভিড় করছেন নির্বাচনের ফল জানতে উৎসুক মানুষ।

ফলাফল ঘোষণা দেখতে থাকা দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ ‌শিল্পকলা একাডেমির গেইটে কড়াকড়ির কারণে ভেতরে অডিটোরিয়ামে ঢুকতে পারছেন না তারা। তাই এ মনিটরের মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা দেখছেন তারা।

ক্ষুদ্র ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, বাসায় টিভি নেই। এ খবর শুনতে গেলে অন্যের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। নির্বাচন কমিশন এমন ব্যবস্থা করায় আমরা টাটকা খবর পেয়ে যাচ্ছে। এতে আমাদের উপকারই হচ্ছে।

রিকশাচালক আব্দুস সামাদ বলেন, এখান থেকে সর্বশেষ খবর আমরা পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০ 
পিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।