ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত নিয়ে সিদ্ধান্ত ২১ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত নিয়ে সিদ্ধান্ত ২১ মার্চ

ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড) প্রকোপের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন করা হবে কি-না, সে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২১ মার্চ।

অনির্ধারিত কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার প্রকোপের মধ্যে নির্বাচন করা যাবে কি-না, এই প্রশ্নের মধ্যে নির্বাচন কমিশন আলোচনায় বসেছিলেন।

যেহেতু চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য হাতে আরও সময় আছে, তাই পরিস্থিতি দেখে আগামী মার্চের বৈঠকে এ নির্বাচন বন্ধ করা হবে কি-না, সে সিদ্ধান্ত নেবে কমিশন।

আগামী ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে বৈধ ছয় প্রার্থী হলেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়াও কাউন্সিলর পদে ২ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

২৯ মার্চ বগুড়া-১ আসন ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান, এসএম আসাদুজ্জামান, জনসংযোগ পরিচাল মোহা. ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।