ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধা-৩ আসনে আ’লীগের স্মৃতি জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
গাইবান্ধা-৩ আসনে আ’লীগের স্মৃতি জয়ী

গাইবান্ধা: গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।

 

শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহাবুবুর রহমান বাংলানিউজকে ফলাফল নিশ্চিত করেন।  

সাদুল্যাপুর-পলাশবাড়ী দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।