ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

অফিস চলাকালীন কাউকে বাইরে না যাওয়ার নির্দেশ সিইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
অফিস চলাকালীন কাউকে বাইরে না যাওয়ার নির্দেশ সিইসির

ঢাকা: করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে অফিস চলাকালীন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীদের দফতরের বাইরে না যেতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কেএম নূরুল হুদা।

সিইসির এ নির্দেশনা অফিস আদেশ আকারে জারি করেছেন সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল মোত্তালিব।
 
এতে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত করেছে ইসি।

এ পরিপ্রেক্ষিতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক ও সচেতন অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। আতঙ্কগ্রস্থ না হয়ে কোনো রকম গুজবে কান দেওয়া থেকে বিতর থাকতে হবে। অফিসের যানবাহন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে, অফিস চালকালীন অফিসের বাইরে যাওয়া যাবে না, পরস্পরের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে, কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে সরকার থেকে গঠিত করোনা পরিস্থিতি মোকাবিলায় গঠিত কমিটিকে সহায়তা করতে হবে তথ্য দিয়ে।
 
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০ 
ইইউডি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।