ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দাউদকান্দি উপজেলা পরিষদের ভোট ২০ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
দাউদকান্দি উপজেলা পরিষদের ভোট ২০ অক্টোবর

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এই উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিলে জানানো হয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর এবং ভোট অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।