ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাগেরহাটে উপজেলা পরিষদ ও ইউপি উপ-নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
বাগেরহাটে উপজেলা পরিষদ ও ইউপি উপ-নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ, কোদালিয়া, রাজনগর ও পঞ্চকরণ ইউনিয়নের বিভিন্ন পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপি মনোনীত খান মতিয়ার রহমান ও  জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত শেখ রফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। রামপালের রাজ নগর ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে উপ-নির্বাচনে টুম্পা ঘোষ ও মোসা. সুফিয়া মুরাদ খুশি মনোনয়নপত্র দাখিল করেছেন। মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মহিউদ্দিন হাওলাদার, শহিদুল ইসলাম খান, ফরিদা বেগম ও সোলায়মান শিকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বাংলানিউজকে বলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একজন, রামপালের রাজ নগর ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে দুই জন এবং মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। বৈধ প্রার্থীরা ৩ অক্টোবরের মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।