ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী উপ-নির্বাচনে জয়ী মিজানুর রহমান ভূঁইয়া

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ছয় হাজার ১৬৭ ভোট পেয়ে মো. মিজানুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।  

শনিবার (১০অক্টোবর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

বিজয়ী মিজানুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৩৭ ভোট। বিএপির প্রার্থী মো. রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৩৪ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান মোবাইলফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ১৬ ভোট।  

এদিকে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিকেলে নির্বাচন বর্জন করেন ধানের শীষের প্রার্থী রাজু আহমেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সেলিম। পরে তারা জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।