ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী সেলিম রেজা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী সেলিম রেজা  মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন অফিসে জেলা রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও মির্জা মোস্তফা জামান, স্বেচ্ছা সেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চিত বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে, তাহলে এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।  

এর আগে সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় কাজিপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে রির্টানিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করেন। গত ১৩ জুন তানভীর শাকিল জয়ের বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর এখানে ভোটগ্রহণ হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।