ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছেলের কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছর বয়সী শাহ বানু

এসএস শোহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ছেলের কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছর বয়সী শাহ বানু ছেলের কোলে চড়ে ভোট দিলেন শাহ বানু। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বয়সের ভারে দীর্ঘদিন ধরে বিছানায় ৯৫ বছর বয়সী শাহ বানু। ছেলে মেয়ের সহযোগিতায় বিছানাতেই খাওয়া-দাওয়া।

তাতে কী হবে, ভোট তো দিতেই হবে।  ভোট দেওয়ার জন্য বায়না ধরলেন ছেলের কাছে। তাই মায়ের আবদার মেটাতে শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন ছেলে সামসু তালুকদার।
 
বলছিলাম বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের মৃত আমজেদ তালুকদারের স্ত্রী শাহ বানুর কথা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন শাহ বানু।

ভোট দেওয়া শেষে শাহ বানু বাংলানিউজকে বলেন, বাবা বয়স হইছে, যে কোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারবো কি-না জানি না। তাই ভোট দিতে আইলাম।

ছেলে সামসু তালুকদার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে মা খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিয়ে মা খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করি মা যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।

সকাল ৯টা থেকে থেকে শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।