ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজনগর ইউপির উপ-নির্বাচনে সংরক্ষিত আসনে সুফিয়া জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
রাজনগর ইউপির উপ-নির্বাচনে সংরক্ষিত আসনে সুফিয়া জয়ী

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী আসনের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সুফিয়া মুরাদ।

বক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টুম্পা ঘোষ হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯৭ ভোট।

রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকারিয়া শেখ বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেন। এ উপ-নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭২২ জন।

বাংলাদেশ  সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।