ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে সিইসি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে সিইসি। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।


বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপিসহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

এছাড়া বৈঠকে আরও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।