ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোবিন্দগঞ্জের শালমারা ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
গোবিন্দগঞ্জের শালমারা ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  

আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহানা আক্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের শামীম মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ বাংলানিউজকে বেসরকারি এ ফলাফল নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

বাংলাদেম সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।