ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রের সামনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। সকাল ৮টা থেকে এ আসনের ২১৭টি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া বিজিবির টহল টিম নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-১৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উত্তরা-৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের সামনে রয়েছে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা। কেন্দ্রের গেটে ও ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান থাকতে দেখা গেছে। ভেতরে মোবাইল ফোন নিয়ে কোনো ভোটারকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটার হলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কেন্দ্রে ঢুকতে দিচ্ছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রে রয়েছে আনসার সদস্যরা।

কেন্দ্রে ভোট দিতে আসা বকুল বেগম নামে এক নারী ভোটার বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রে গেলাম, কোনো ঝামেলা নেই,  তাড়াতাড়ি ভোট দিয়ে আসলাম। কেউ কোনো হয়রানি করেনি। পুলিশও আছে।

ঢাকা-১৮ আসনের উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, আশকোনাসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি, ভোটগ্রহণ শেষ পর্যন্ত সবকয়টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলবে।

তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি বাইরে পুরো নির্বাচনী এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে।

এদিকে ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার একযোগে সকাল ৮টা থেকে ২১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

সকাল থেকেই এ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।