ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৮ উপনির্বাচন: জয়ের পথে আওয়ামী লীগের হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ঢাকা-১৮ উপনির্বাচন: জয়ের পথে আওয়ামী লীগের হাবিব

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। ২১৭ কেন্দ্রের মধ্যে ১৫০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থীর চেয়ে ৪০ হাজার ২৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রার্থী।

 

১৫০ কেন্দ্রে নৌকা প্রতীকের মোহাম্মদ হাবিব হাসান পেয়েছেন ৪৪ হাজার ১৪ ভোট। আর বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৮০ ভোট। ফলে আওয়ামী লীগের প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।  

নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ হাবিব হাসান ও ধানের শীষ প্রতীকে এম জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।