ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঈশ্বরদী উপজেলা উপ-নির্বাচনে আ’ লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ঈশ্বরদী উপজেলা উপ-নির্বাচনে আ’ লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম আলী খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক,পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক বিশ্বাস, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা সরদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথাসহ অনেকে।  

আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের উপনির্বাচন হবে। মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর মঙ্গলবার। আপিল দাখিলের শেষ তারিখ ১৮ ও ২০ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর (সোমবার)।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।