ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী শিমকীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
মানিকগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী শিমকীর মনোনয়ন বাতিল

মানিকগঞ্জ: মানিকগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকী মনোনয়ন বাতিল এবং বাকি তিন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানান জেলা রির্টানিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১০০ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। এই ১০০ জন ভোটারের তালিকা উল্লেখিত দুইজন ভোটারের তথ্য গড়মিল থাকায় ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মেয়র পদে অন্য তিনজন প্রার্থী আওয়ামী লীগের সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মদ যাদু মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া বাকি সংরক্ষিত নারী ওয়ার্ড ও সাধারণ কাউন্সিলর পদ প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাচাই চলছে বলেও জানান তিনি।

আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রতাহার ১১ ডিসেম্বর প্রতীক এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।