ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরা পৌর নির্বাচন: আ.লীগের মেয়র প্রার্থী টুটুল, বিএনপির কাফুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
মাগুরা পৌর নির্বাচন: আ.লীগের মেয়র প্রার্থী টুটুল, বিএনপির কাফুর খুরশীদ হায়দার টুটুল (বাঁয়ে) ও ইকবাল আখতার খান কাফুর

মাগুরা: আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খুরশীদ হায়দার টুটুল।

অন্য দিকে, জেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন বিএনপির দলীয় মনোনয়ন।

শুক্রবার (১৮ ডিসরম্বর) রাতে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ নিজ নিজ দলের মেয়র প্রার্থীর তথ্য বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হবে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।