ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরা পৌর নির্বাচনে ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
মাগুরা পৌর নির্বাচনে ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মাগুরা: আগামী ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।  

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান, পৌর নির্বাচন উপলক্ষে তিন মেয়র প্রার্থী ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থী ইকবাল আকতার খান ধানের শীষ ও ইসলামী আন্দোলন প্রার্থী মশিউর রহমান পাখা প্রতীক পেয়েছেন।  

তিনি আরও জানান, সাধারণ ৪৭ প্রার্থীদের মধ্যেও প্রতীক ববাদ্দ দেওয়া হয়েছে।  

মাগুরা পৌরসভার মোট ৭৬ হাজার ৮৭৫ জন ভোটার আগামী ১৬ জানুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।