কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র এনামুল হকের সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কামরুল, আবু সাইদ ও শামীম। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী এনামুল হকের সমর্থক।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী এনামুল হকের কর্মী-সমর্থকের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন সমর্থক গুরুতর আহত হন।
ভোটের মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক ও মোবাইল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের।
এনামুল হক অভিযোগ করেন, রাতে তার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএ