ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

টু‌ঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
টু‌ঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (০৩ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার ফয়জুল ইসলাম।

গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।  

রির্টানিং অফিসার ফয়জুল ইসলাম জানান, আগামী ৩০ জানুয়ারি টু‌ঙ্গিপাড়া পৌরসভায় অনু‌ষ্ঠিত নির্বাচনে শুধুমাত্র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে।

গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন মনোনয়নপত্র দা‌খিল করেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।