ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সারিয়াকান্দি পৌরসভার মেয়র আওয়ামী লীগের মতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
সারিয়াকান্দি পৌরসভার মেয়র আওয়ামী লীগের মতি মতিউর রহমান মতি

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মতিউর রহমান মতি বিজয়ী হয়েছেন।

নির্বাচনে মতি পেয়েছেন ছয় হাজার ৫৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন দুই হাজার ৭৯৬ ভোট। সাবেক মেয়র টিপু সুলতানের সহধর্মিনী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী পেয়েছেন ৪৯১ ভোট। জগ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আজগর পেয়েছেন ৩১৭ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ পৌরসভায় মোট ৭১ দশমিক ৯৯ শতাংশ ভোট পড়েছে।

সারিয়াকান্দি পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোটার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ