ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাংনীতে একই পরিবারের ৩ সংরক্ষিত নারী কাউন্সিলর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
গাংনীতে একই পরিবারের ৩ সংরক্ষিত নারী কাউন্সিলর জয়ী

মেহেরপুর: গাংনী পৌরসভা নির্বাচনে একই পরিবারের তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  

তারা হলেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজা খাতুন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে মামাত ভাইয়ের বউ ঝর্ণা খাতুন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সাজেদা খাতুন।

এদের মধ্যে ফিরোজা খাতুন ও সাজেদা খাতুন সহোদর বোন এবং ঝর্ণা খাতুন তাদের মামাত ভাইয়ের স্ত্রী।

গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া জানান, ফিরোজা খাতুন ও সাজেদা খাতুন আমার বোনের মেয়ে মেয়ে এবং ঝর্ণা খাতুন ছেলের স্ত্রী।

গাংনী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তিনজনেই এক পরিবার থেকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।