ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী জানে আলম খোকা

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাত পোনে ৮টার দিকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুয়ায়ী বিএনপির বিদ্রোহী প্রার্থী জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে জানে আলম খোকার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট।

এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫৫৬ ভোট।

এছাড়া এ পৌরসভায় কাউন্সিলর পদে জয়ী হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে শুভ ইমরান, ২ নম্বর ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি, ৩ নম্বর ওয়ার্ডে নিমাই ঘোষ, ৪ নম্বর ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু, ৬ নম্বর ওয়ার্ডে নাজমুল আলম খোকন, ৭ নম্বর ওয়ার্ডে জাকারিয়া মাসুদ, ৮ নম্বরে সোমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম ও ৯ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ জুয়েল।

সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন শারমিন আক্তার, মমতাজ বেগম রুবি ও করুনা রানী ঘোষ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।