ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৪র্থ ধাপের পৌর নির্বাচন

মেয়র পদে ২৮৭ জনের মনোনয়ন দাখিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
মেয়র পদে ২৮৭ জনের মনোনয়ন দাখিল

ঢাকা: চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ হাজার ২৯০ জন। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৮৭ জন।

সাধারণ কাউন্সিলর দুই হাজার ৩৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন ৬৬৪ জন।

ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরে আরও দুটি পৌরসভা যুক্ত হয় এ ধাপে। সবমিলিয়ে ৫৮টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

১৯ জানুয়ারি জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১ 
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।