ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কলারোয়ায় গণসংযোগে ব্যস্ত তৃতীয় লিঙ্গের কাউন্সিলর প্রার্থী দিথী

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
কলারোয়ায় গণসংযোগে ব্যস্ত তৃতীয় লিঙ্গের কাউন্সিলর প্রার্থী দিথী

সাতক্ষীরা: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নারী কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিথী খাতুন। এবারও তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার তার নির্বাচনী প্রতীক আংটি।

দিথী ভোটারদের সমর্থন আদায়ে কর্মী-সমর্থকদের নিয়ে চালাচ্ছেন গণসংযোগ। যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে দিথী খাতুন চুড়ি প্রতীক নিয়ে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও ওই নির্বাচনে সামান্য ব্যবধানে পরাজিত হন তিনি।

এবারের পৌর নির্বাচনে দিথী খাতুনের অবস্থান নিয়ে তাই চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় গণমাধ্যমের কল্যাণে তিনি এখন সবার পরিচিত মুখ। সেই সঙ্গে পাচ্ছেন সহযোগিতাও।  

নির্বাচিত হয়ে পৌরভবনে যেতে এবার তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী শাহানাজ খাতুন, চশমা প্রতীকের রূপা খাতুন, জবাফুল প্রতীকের হাসিনা আক্তার ও টেলিফোন প্রতীকের জাহানারা খাতুনের সঙ্গে।

দিথী খাতুনের আশা, এবার তিনি নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাবেন।

এজন্য বিগত নির্বাচনে পরাজিত হয়েও দুস্থ মানুষের চিকিৎসা, দরিদ্র ছেলে-মেয়েদের পরীক্ষার ফিস দেওয়া, কন্যা দায়গ্রস্থদের সহায়তা করাসহ সব সময় বিপদে-আপদে মানুষের পাশে থেকেছেন তিনি।

দিথী খাতুন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সমুন্নত রাখা ও নারী শিক্ষা বিস্তারে কাজ করবো।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।