ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনী পৌর নির্বাচন: ধানের শীষের গণসংযোগে মিন্টু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ফেনী পৌর নির্বাচন: ধানের শীষের গণসংযোগে মিন্টু গণসংযোগ

ফেনী: আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার শেষ দিনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলালের ধানের শীষ মার্কার প্রচারণার সমর্থনে গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের ট্রাংক রোড ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগসহ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি।

 

জেলা বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী আলাল উদ্দিন বলেন, ফেনী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি (আবদুল আওয়াল মিন্টু) ফেনীতে এসেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা।  

আলাল বলেন, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এম নুর ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটায় তিনি এসে দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দিয়েছেন। এছাড়া শহরের ট্রাংক রোড বড় মসজিদ রোডে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।